
গুরুদাসপুরে যুবকের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার
গাছে ঝুলন্ত অবস্থায় থাকা গৌতম কুমার সুত্রধর (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল দশটার দিকে গুরুদাসপুর উপজেলার (বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন) নয়াবাজার বাস কাউন্টারের পশ্চিম পাশের একটি আম গাছে থেকে ওই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানাযায়, নিহত গৌতম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের মৃগেন্দ্রনাথ সুত্রধরের ছেলে। তিনি সলঙ্গা কলেজের এমএলএসএস পদে চাকরি করছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্য তিনি বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও গৌতম বাড়ি ফিরেনি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গুরুদাসপুরের নয়াবাজেরর মহাসড়ক সংলগ্ন একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, লাশটির গলায় রশি দিয়ে ঝোলানো ছিল। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া গেছে। একারনে প্রাথমিক আলামতে মনে হচ্ছে ওই ব্যক্তিকে হত্যা করা হতে পারে।
তবে নিহত ওই যুবকের পড়নের প্যান্টের পকেটে একটি কাগজে লেখা গৌতম কুমার নামসহ একটি মোবাইল নম্বর থেকে নিহত গৌতমের পরিচয় পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এখন অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক অথবা পরকীয়ার ঘটনায় এই প্রাণহানীর ঘটনা ঘটতে পারে।