নিজেই দাঁড়ালেন জনতার আদালতে

0

 

সারি সারি চেয়ারে বসা হাজারো জনতা। সামনে ছোট্ট মঞ্চে বসা একজন শ্রমিক। তাকে উদ্দেশ্য করে জনতার কাতার থেকে অনেকেই নানান প্রশ্ন করছেন। উত্তর দিচ্ছেন তিনি। এই প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে উঠে আসছে সমস্যা সম্ভাবনার কথা।
মূলত জনতার এই কাঠগড়ায় নিজেকেই নিজে তুলেছেন একজন ভাইস চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে চাঁচকৈড় রসুন হাটে অনুষ্ঠিত হলো জনতার মুখোমুখি আলাল শেখ।
খোঁজ নিয়ে জানাগেল, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আড়াই বছর পূর্তি উপলক্ষে ভাইস চেয়ারম্যান নিজেই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। নিজেই লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্নভাবে অনুষ্ঠানের প্রচারনা চালিয়েছেন। আলাল শেখ একাধারে গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি, লালন পরিষদের সভাপতিসহ বেশ কিছু সংগঠনের দায়িত্ব পালন করছেন।

জনতার প্রশ্নের জবাবে ভাইস চেয়ারম্যান আলাল শেখ বলেন, তিনি দিন মজুর ছিলেন, শ্রমিকের কাজ করেছেন সেখান থেকে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। সেই নিপীড়িত মানুষের প্রত্যশা পূরণে তিনি কাজ করছেন। ভাইস চেয়ারম্যান হিসাবে সরকারী দান অনুদানসহ নিজস্ব তহবিল হতে সার্বক্ষণিক জনগণের সেবা প্রদানের চেষ্টা করছেন। তবুও জনগণ তার কাছ থেকে কাঙ্খিত সেবা পাচ্ছেন কিনা, কিভাবে তা করা যায় সেসব বিষয় জানতেই তিনি জনতার জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন।

 

 

‘জনতার মুখোমুখি ভাইস চেয়ারম্যান আলাল শেখ’ এ অনুষ্ঠানের গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর সভা থেকে শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইমাম, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের প্রধান রুহুল করিম আব্বাসী তুহিন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.