দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তুলে ধরছেন জয় রাফি

0 ১২

জয় রাফি ছোটবেলা থেকেই শ্বপ্ন দেখতেন মিডিয়াতে ভালো কিছু করার। তারপর অনেক কষ্টের মাধ্যমে ১৯৯৮ সালে মিডিয়াতে আসেন জয় রাফি, শুরুটা ছিলো মঞ্চ নাটক দিয়ে, অতপর তিনি একের পর এক নাটক, টেলিছবি, মিউজিক ভিডিও, ডকুমেন্টারিসহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান দেশের দর্শকদের উপহার দিয়ে আসছেন। জয় রাফি কিছুদিন আগে ”ওরে প্রিয়া” নামের একটি টেলিছবি নির্মাণ করেছেন এবং ঘুমন্ত সমাজ নামের আরো একটি টেলিছবির কাজ শিঘ্রই শুরু করবেন। বিনোদনের পাশাপাশি এবার দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে প্রতি শনিবার সকাল ৯:৩০ মিনিটে বাংলাটিভির প্রচারিত অনুষ্ঠান, ”উন্নয়নের আলোকিত বাংলাদেশ” এর মাধ্যমে দেশের প্রতিটি জেলা, উপজেলার সকল উন্নয়নের চিত্র দেশ বাসির কাছে তুলে ধরছেন জয় রাফি। একান্ত ফোন আলাপের মাধ্যমে জয় রাফি আমাদেরকে জানান, মিডিয়াতে আসার পর থেকে আমাকে অনেক বাধার সম্মুখে পরতে হয়েছে, সকল বাধা কাটিয়ে নতুন-নতুন কাজে এখন চরম ব্যস্ত সময় পার করছেন। দেশবাসির দোয়া ও আর্শিবাদ প্রত্যাশা করেছেন জয় রাফি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.