জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত ৯

0

জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট পৃর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমির মালিক আজিমুদ্দিন বাদি হয়ে ২৯জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার বিয়াঘাট পুর্বপাড়া গ্রামের আজিমুদ্দিনের জমি দিয়ে প্রতিবেশীরা যাতায়াত করতেন। যাতায়াতের ওই রাস্তা বন্ধ করে দেয়ায় প্রতিবেশী তারা মিয়া চলাচলের পথ চেয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি চলছিল।
প্রতিবেশিদের পক্ষে মামকরলে আদালত ঢোল-সহরত দিয়ে রাস্তা দখল করে দেয়। তার কিছুদিন পর আজিমুদ্দিন আবার রাস্তা বন্ধ করে দখল করে মামলার বাদি তারা মিয়া বলেন, রায় পেয়ে এর আগেও তারা রাস্তা পেয়েছিলেন। কিন্তু আবারো বন্ধ করা হয়। একারনে তারা পূণরায় আদালতের সরনাপন্ন হন। একারনে বুধবার আদালতের লোকজন ঢোল পিটিয়ে চলাচলের জন্য সড়ক দখল দেন। এসময় সেখানে এলাকাবাসী মাটি ভড়াট করছিলেন। এরমধ্যে আজিমুদ্দিনের লোকজন তাদের ওপর হামলা করেন।
এদিকে আজমুদ্দিন দাবি করেন, চলাচলের পথ চেয়ে দায়ের করা মামলাটি এখনো শেষ হয়নি। প্রতিপক্ষের লোকজন জোরপৃর্বক তাদের জায়গা দখল করে মাটি ভড়াট করছিলেন। এসময় তারা বাধা নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের লোকজন হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করে। পক্ষের আবু সাঈদ, আব্দুল হামিদ, আবু বক্কার, আজিমুদ্দিন, আল আমিনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে তারা মিয়া গ্রুপের নজরুল ইসলাম, শান্ত ও মানিকসহ উভয়পক্ষের ৯জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আজিমুদ্দিন গ্রুপের আবু সাঈদ ও আব্দুল হামিদের অবস্থা আশংকাজনক।
যোগাযোগ করা হলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে। ব্যবস্থা গ্রহণ করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.