বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0 ১০

হৃদরোগ, অর্থপেডিক, গাইনী, শিশুসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন নানা রোগের চিকিৎসা সেবা। শিশু থেকে বৃদ্ধসহ শত শত নারী পুরুষ নিচ্ছেন সেই চিকিৎসা। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে ওষুধ।

মূলত বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গুরুদাসপুর পৌর আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যেগে বিনামূল্যে ওই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দিনব্যাপি গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই সেবা প্রদান কার্যক্রম চলে। এসময় ছাত্রলীগ, যুব লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করেন।

এরআগে সকাল আটটার দিকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর জেলা আ’লীগের সভাপতি স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। গুরুদাসপুর পৌর আ’লীগের সভাতি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বিপ্লব, পৌর আ’লীগের সহ সভাপতি শ্রী রাজ কুমার কাশী, যুগ্ম সম্পাদক মো. রেজাউল করিম সবুজ প্রমূখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.