জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী নেতা আলাউদ্দিন মৃধার নির্বাচনী গণসংযোগ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আলাউদ্দিন মৃধা। তিনি নাটোর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সদস্য।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার তিনি গুরুদাসপুর উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রাসহ গনসংযোগ করেছেন। পরে উপজেলা জাতীয় ছাত্র সমাজের অফিস উদ্বোধন ও কর্মী সভা করেন। সভায় দুই শতাধিক কর্মী-সমর্থক অংশ গ্রহন করেন। আনুষ্ঠানিকতা শেষে উপজেলা ছাত্র সমাজের কমিটি ঘোষণা করা হয়।
পৌর শহরের চাঁচকৈড় বাজারে অবস্থিত পার্টি অফিসে আয়োজিত কর্মী সভায় উপজেলা ছাত্রসমাজের সভাপতি মো. মাহমুদুল হক সভাপতিত্ব করেন। মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আলাউদ্দিন মৃধা এতে প্রধান অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. সালমান হুসাইন, গুরুদাসপুর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক অনিক মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি মো. আবু সাইদ, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. আব্দুস সালাম, ছাত্রসমাজের সভাপতি মো. নাজমুল হক, বড়াইগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. কায়কোবাদ ও সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মো. নাসির উদ্দিন প্রমূখ।
মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, দলের উচ্চ পর্যায়ের নির্দেশ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তিনি। মহাজোট হলেও প্রার্থী থাকবেন তিনি।
মুক্ত প্রভাত/রাশিদুল