নিয়ন্ত্রণহীন বাস কেড়ে নিল ৭ প্রাণ
নিয়ন্ত্রণহীন দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আবারো ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনন্তত ৫০ জন। রোববার দুপুর ১২ টার ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসির একটি দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাঁকুরগাও থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি লোকাল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসাপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজন নারী, দুই শিশু ও একজন পুরুষ। দুই বাসের এই সংঘর্ষে অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ৫ জনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাইবান্ধা সদর উপজেলার আজমুন (৪৫ ), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রোকসানা (১৮) ও পঞ্চগড় সদর উপজেলার শাহীন (৮)। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল