নাসিরনগরে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু
নাসিরনগর প্রতিনিধি
নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নাসিরনগরে বেমালিয়া নদীর দক্ষিণ ধানতলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয়রা জানান- ফুলকারকান্দি গ্রামের গোলজার মিয়া ছেলে আলভী (৭) ও কুলিকুন্ডা গ্রামের সরাজ মিয়ার ছেলে ইনতাজ মিয়াকে (৫) এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানাগেছে- ইঞ্জিন চালিত নৌকাটি সরাইলের ধরন্তি ঘাট এলাকা থেকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে চাতলপাড়ের ইছাপুর যাচ্ছিল। একপর্যায়ে ধানতলিয়া এলাকায় এসে নৌকাটি ডুবে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান কেউ নিখোঁজ নেই।
মুক্ত প্রভাত/রাশিদুল