বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
মুক্ত প্রভাত ডেস্ক-
নাটোরের বাগাতিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম।
আজ মঙ্গলবার বিকালে উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, যুবলীগ নেতা এসএম সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস কুদ্দুস ও ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মিঠু।
মুক্ত প্রভাত/ হেনা আহমেদ