বাংলাদেশের জয়ে বদলে গেলো ভুটানের গল্প

0 ১১

মুক্ত ডেস্ক

এরআগে ভুটান জিতেছিল বাংলাদেশরে বিরুদ্ধে। দুই বছর আগে ঘরের মাঠের জয়ে বেশ বড়সর ধাক্কাই লেগেছিল বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপের প্রাক বাছাই পর্বের সেই হার বাংলাদেশের র‌্যাংকিংয়েও আঘাত হেনেছিল। তবে এবারের গল্পটা ভিন্ন। ২-০ গোলের বড় জয়ে সেই প্রতিশোধ এবার নিল বাংলাদেশ।

আজ জেমি ডের শিষ্যরা দুর্দান্ত খেলে ভুটানকে হারিয়েছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে এই জয় পেল বাংলাদেশ।

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খেলা শুরু হয়। খেলার ৩ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তপু বর্মণ।  প্রথমার্ধে ফলাফল এই।

দ্বিতীয়ার্ধে এসে বাংলাদেশের খেলা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। মাহবুবুর রহমানের চমৎকার ভলিতে ভুটানের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। ওই গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মুক্ত প্রভাত/রাশিদুল 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.