জামিন পেলেন না আলোকচিত্রী শহিদুল আলম
মুক্ত অনলাইন ডেস্ক
জামিন পেলেন না আকোচিত্রী শহিদুল আলম। তারপক্ষে জামিন আবেদন করলে তা নাকোচ েকরে দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। মঙ্গলবার শুনানি শেষে তিনি এ আদেশ দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা শহিদুলের জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও এহসানুল হক সমাজি। রাষ্ট্রপক্ষে ছিলেন এ আদালতের পিপি আবদুল্লাহ আবু।
এর আগে শহিদুল আলমের জামিন আবেদন মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মুক্ত প্রভাত/রাশিদুল