ছাত্রদল নেতা ওমরের মুক্তির দাবি

0
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ রূপগঞ্জ গোলাকান্দাইলের রূপগঞ্জ থানা ছাত্রদল ছাত্রদল নেতা ওমর হোসেনকে মুক্তির দাবি জানিয়ে কেন্দ্রীয় কমিটির নেতা।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, জেল, জুলুম, অত্যাচার আর নিপীড়ন এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার হাতিয়ার হয়ে দাড়িয়েছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে বিরোধী দল ও মতের মানুষের উপর পরিকল্পিতভাবে এই স্বৈরাচারী সরকার জুলুম-নির্যাতন চালাচ্ছে।
আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনকে বিরোধী মতের মানুষের উপর যথেচ্ছা ব্যবহার করছে। রূপগঞ্জ থানা  ছাত্রদল নেতা ওমর হোসেন এর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে এবং তার নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
প্রসঙ্গত- ডিবি পুলিশের একটি টিম গ্রেফতার করেছে। গত  ১০ সেপ্টেম্বর  সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.