আদালতে হাজির হননি খালেদা জিয়া
মুক্ত অনলাইন ডেস্ক
কারাগারে বসানো অস্থায়ী আদালতে হাজির হননি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন বলা হয়েছে- খালেদা জিয়াকে আদালতে যাওয়ার কথা বলা হয়েছিল। তিনি আদালতে যেতে অনিহা প্রকাশ করেন।
এই পরিস্থিতে প্রধান আসামির অনুপস্থিতিতেই মামলার বিচার চলতে পারে কি না, তা জানতে আসামিপক্ষের আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান। বিচারক। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীর বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিনধার্য্য করা হয়েছে। খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় কাস্টোডি ওয়ারেন্ট পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।
তবে সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া এভাবে কারাগারের ভেতরে একজন বন্দির বিচারের ব্যবস্থা করা সংবিধান ও আইন পরিপন্থি, একারনে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।