দায়িত্বহীন চিকিৎসক, সেবা বঞ্চিত মানুষ

0
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি
চিকিৎসক আছে। তবে দায়িত্বজ্ঞানহীন। চিকৎসকরা দায়িত্ব পালন না করায় সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। রয়েছে অক্সিজেন সকটও। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ১শ শয্য হাসপাতালে চলছে চিকিৎসা সেবার এমন বেহাল দশা।
          খোঁজ নিয়ে জানাগেছে- রোগীদের জরুরী প্রয়োজন মেটানো হচ্ছে ওয়াড বয় দিয়েই। ১শ শয্যা এই হাসপাতালে প্রতিদিন শত শত রোগীর  চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন  চিকিৎসক না থাকার কারনে। হাসপাতালের এমন বেহাল দশার কারনে বেশিরভাগ সময় চিকিৎসা জন্য যেতে হয় রংপুরে।
         হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করেন-  ২৪ঘন্টায় চিকিৎসকদের দেখা মিলে এক দুইবার। চিকিৎসকদের এমন দায়িত্বহীনতার কারনে  পাটগ্রাম হাসপাতাল হতে রংপুরে হাসপাতাল কিংবা ক্লিনিকে নেয়ার পথেই অনেক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
         কর্তব্যরত একাধিক ওয়ার্ড  বয় ও নার্সের সাথে কথা বলে জানাগেছে- ছোট পদের এসব কর্মীরা বাধ্য হয়ে অতিরিক্ত দায়িত্ব হিসাবে অনেক সময় রোগী দেখেন। চিকিৎসক হাসপাতালে আসেননা রোগীও দেখেননা। কিন্তু তারা ছোট কর্মচারী বলে প্রতিবাদও করতে পারেন না।
           তবে ওষুধ ক্ষেত্রে রোগীদের বেশ ফাঁকি দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় বেশিরভাগ ওষুধ বাহির থেকে কিনতে হচ্ছে রোগীদের।
          সম্প্রতি পাটগ্রাম হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে কুচলিবাড়ীর আব্দুস সালাম, পাটগ্রাম ইউনিয়নের নজর উদ্দিনসহ বেশ কয়েকজন।  হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারা বেগম এপ্রতিনিধিকে জানান, হাসপাতালে ডাক্তার থাকে না, সঠিকভাবে কোন চিকিৎসা নাই।
           এব্যাপারে হাসপাতালে কর্মকর্তা ডাঃ হাসনাত উসুব জাকি জানান, আমার হাসপাতালে কোন রকমে অনিয়ম বা ফাকি দেয়ার সুযোগ নেই, আমি এখানে জয়েন্ট করার পর থেকে সব ঠিক আছে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.