আমদানি নিষেধ সামগ্রী জব্দ- বেনাপোল সিমান্ত
মুক্ত অনলাইন ডেস্ক
বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা থেকে বিপুল পরিমান ভারতীয় ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কসমেপিক্স ও আতসবাজির চালান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে এসব জব্দ করা হয়েছে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপন্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী বটতলা নামক স্থানে অবস্থান নিয়েছে- এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, গার্মেন্টস সামগ্রী, কসমেটিক্স ও আতসবাজির চালান জব্দ করে।
জব্দকৃত মালামালের মুল্য ৬৩ লাখ টাকা বলে জানান তিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম হাউসের গুদামে জমা দেয়া হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল