লবিস্ট নিয়োগ করা ঠিক হয়নি বিএনপি’র- ওবায়দুল কাদের

0

মুক্ত অনলাইন ডেস্ক

ট্রাম্প প্রশাসনে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যেম পলিটিকো। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কি পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইরাক, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ইয়েমেন ও যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া হয়ে গেছে যে লবিস্ট নিয়োগ করতে হবে। বিএনপি লবিস্ট নিয়োগ করতে পারে না।

আজ শুক্রবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষে মন্ত্রী এসব একথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটি ও মানুষের বহু গভীরে। অন্য কারোর চাপে আমরা নতি স্বীকার করবো না, আমরা নতি স্বীকার করবো বাংলাদেশের মানুষের কাছে।

 মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.