সাঘাটায় রেলওয়ে কলনীর অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোস্তাফিজুর রহমান (ফিলিপস্), সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী রেলওয়ে কলনীর জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার দুপুরে রেলওয়ের জায়গায় গড়ে তোলা ওই স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় মোহাম্মদ সুজাউদ্দৈীলা রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব রেপুটেশনু ভূ-সম্পতি বিভাগ লালমনিরহাট, মীর আমীর হামজা সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাইবান্ধা সহ স্থানীয় পুলিশ প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ আভিযানের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, জায়গাটিতে ফসলি জমি হিসেবে স্থানীয়দের ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন আগে ওই জমিতে হঠাৎ করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। বিষয়টি জানতে পেরে অবৈধ দখলদারদের কয়েকবার নোটিশ ও ওই এলাকায় মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। তারপরও তারা স্থাপনা না সরালে আজ ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় আরো উপস্থিত ছামসুজ্জোহা সদস্য জেলা পরিষদ গাইবান্ধা , ছামসুল আজাদ শীতল চেয়ারম্যান ২নং ভরতখালী ইনিয়ন পরিষদ প্রমুখ।
উল্লেখ্য গত বছরের ৮ নভেম্বর ২৫ টি গরিব ও নদী ভাঙ্গন পরিবারকে রেলের পরিত্যক্ত ভবন ভাঙ্গার নামে জোর পূর্বক উচ্ছেদ করে দখলে নেয় গাইবান্ধার লিখন মিয়া ও সাব ঠিকাদার স্থানীয় রোমান মিয়া।
মুক্ত প্রভাত/রাশিদুল