চোখের পর প্রাণনাশের হুমকি দিচ্ছেন মাদক ব্যবসায়ী

0
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয় মাদক ব্যবসায়ী হাবিব মিয়া। টাকা নিয়েই খ্যান্ত হননি। ব্যবসায়ী জাহিদুল ইসলাম সিপুর বাঁ চোখ নষ্ট করে দিয়েছেন। ভাঙচুর করেছেন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা গেল, চোখটিও গেল। এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন ওই সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। অন্যথায় প্রাণনাশ করা হবে মর্মে চিরকুট পাঠানো হচ্ছে।
মাদক ব্যবসায়ী হাবিব মিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্থানীয়রা হাবিব মিয়াকে মাদক ব্যবসায়ী বলেই চেনেন। তার নামে কালীগঞ্জ ও গংগাচওড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর বাড়ি কাকিনা চাপারতল এলাকা। তিনি মৃত হাসান আলীর ছেলে।
জাহিদুল ইসলাম শিপু জানান-  মাঈদুল ইসলাম শিপন নামের চাপারতল বাজারের এক ব্যবসায়ীর সাথে বিকাশ  ও অনলাইন ব্যাংকিং ব্যবসা করছিলেন। তাতেই দিনাতিপাত হতো তাদের। কিন্তু মাদক ব্যবসায়ী সাথে তাদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে
গত ৩০ আগষ্ট দিনগত রাত ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে জাহেদুল ইসলাম শিপুকে একা পেয়ে মাদক ব্যবসায়ী হাবিব মিয়াসহ ৩/৪ জন সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে বাঁ চোখে আঘাত করা হয়। এতে সিপুর চোখটি নষ্ট হয়ে যায়।  ৫০ হাজার টাকা ছিনিয়ে ওই সন্ত্রীরা।
এ ঘটনায় ওই দিন রাতেই আহত শিপুর ভাই মাঈদুল ইসলাম শিপন বাদি হয়ে মাদক ব্যবসায়ী হাবিব মিয়াসহ অজ্ঞতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে এলাকায় প্রক্যাশে আসামী ঘুরে বেড়ালেও পুলিশ আসামী হাবিবকে গ্রেফতার করেনি বলে বাদির অভিযোগ।
আহত ব্যবসায়ী জাহেদুল ইসলাম শিপু বলেন, টাকা নিয়েছে কষ্ট নেই। সারা জিবনের জন্য বাম চোখের আলো নিভে গেল। তবুও ঘাতক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হাবিবকে গ্রেফতার করেনি পুলিশ। বরংচ উল্টো হাবিবের লোকজন বাড়ির গেটে চিরকুট লিখে মামলা তুলে নেয়ার হুমকী দিচ্ছে। চোখের পর এবার জীবন ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন তিনি।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন বাদির অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনাস্থল ঘুরে এসে মামলা নিয়েছেন তিনি। আসামীরা গ্রাম ছাড়া হওয়ায় তাদেরকে গ্রেফতার করা যায়নি। তবে চেষ্টা অব্যহত রয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.