পচা বাসি খাবার সংরক্ষণের অপরাধে কুবি সংলগ্ন চার প্রতিষ্ঠানের জরিমানা

0

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধি

মূল্য তালিকা না থাকা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা শাখা। মঙ্গলবার শাখার সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আল মদিনা, মায়ের দোয়া ও মামা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাবারের কোন মূল্য তালিকা পাওয়া যায়নি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ তেল ব্যবহার, পচাঁ-বাসি খাবার সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদনের কারণে তিন প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ফয়সাল এন্টারপ্রাইজকে ক্ষতিকার পদার্থ দ্বারা খাদ্য উৎপাদন ও পণ্যে মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মোঃ আসাদুল ইসলাম বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৯ ও ৪৩ ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদ উত্তীর্ণ, পচাঁবাসি তেল ও খাবার নষ্ট করা হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.