প্রার্থী পরিবর্তনের দাবিতে গুরুদাসপুরে আ’লীগের সংবাদ সম্মেলণ

0

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়েছে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে ওই দাবি জানান গুরুদাসপুর ও বড়াইগ্রাম আ’লীগ ও অংঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল বারীর সভাপতিত্বে সম্মেলণে প্রধান অতিথি ছিলেন- নাটোর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র শাহনেওয়াজ আলী ও নাটোর জেলা আ’লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আয়ুব আলী, গোপালপুর ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জিন্না, উপজেলা আ’লীগের সহসভাপতি আনিসুর রহমান প্রমূখ।

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর সভার মেয়র শাহনেওয়াজ আলী ও নাটোর জেলা আ’লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- বর্তমান সাংসদ আব্দুল কুদ্দুস বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ নিয়ে নৌকা প্রতিক পাওয়া প্রার্থীকে পরাজিত করেছেন। এছাড়া তার বিরুদ্ধে স্বজনপ্রীতি নিয়োগ বাণিজ্যসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। তাই এই আসনে নৌকার বিজয় ধরে রাখতে চাইলে আগামী সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী পরিবর্তন আনতে হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.