হাতীবান্ধায় বিএমএসএফ’র সম্মেলন প্রস্তুত কমিটি গঠন

0
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর লালমনিরহাট জেলার হাতীবান্ধায় “উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি” গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় হাতীবান্ধা সুরাইয়া কম্পিউটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নুরনবী সরকারকে সমন্বয়কারী করে ৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন, দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি কাজী শাহ্ আলম ও মুক্ত প্রভাতের লালমনিরহাট প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত।
সভায় বিএমএসএফ’র কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান সাজু ও জেলা কমিটি’র সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহম্মেদ শিপন উপস্থিত ছিলেন। পরে বিএমএসএফ’র জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর উক্ত কমিটি অনুমোদন করে আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.