খালেদার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ

0
মুক্ত অনলাইন ডেস্ক
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই । বৃহস্পতিবার পুরান কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। এসময় খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয় ব্যক্তিগত হাজিরা থেকে।
এর আগে ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে কি না- সে বিষয়ে ২০ সেপ্টেম্বর আদেশের  দিন ধার্য ছিল। এর আগে কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে হাজির হতে অনিহা প্রকাশ করেন খালেদা জিয়া।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.