সাঘাটায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর গন সংযোগ
মোস্তাফিজুর রহমান (ফিলিপস্), সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন বৃহস্পতিবার বিকালে সাঘাটা এলাকায় গন সংযোগ করেন।
তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জনগনের প্রতি আহ্বান জানান।
এসময় তার সাথে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম সামশীল আরেফিন টিটু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহ সভাপতি মোসলেম উদ্দিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, জহুরুল ইসলাম, সাঘাটা ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, খন্দকার মশিউর রহমান, ছাত্রনেতা রাজু আহম্মেদ, উৎসসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।
গন সংযোগ শেষে সাঘাটা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল