হবিগঞ্জে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মুক্ত অনলাইন ডেস্ক
সাজেরা খাতুন (৫০) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহত গৃহবধূর মুখে কাপড় গোঁজা ছিল। শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার পইল নাজিরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাজেরা খাতুন নাজিরপুর গ্রামের সৌদি প্রবাসী সঞ্জব আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, সঞ্জব আলী ও তার একমাত্র ছেলে সৈয়দ মিয়া সৌদি আরবে থাকেন। তার ২ মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলের বউ পপি আক্তারকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। গত রবিবার পপি পাশের শরিফপুর গ্রামে বাপের যান। তার পর থেকে তিনি একাই বাড়িতে থাকছেন।
শনিবার তার মেয়ে পাশের বাড়ির শফিক মিয়ার স্ত্রী রেজিয়া আক্তারকে ফোন করে জানান- তার মা ফোন ধরছেন না। পরে রেজিয়া ঘরের জানালা দিয়ে দেখতে পান- সাজেরা খাতুনের দেহ খাটে এবং পা মাটিতে। পরে তিনি বিষয়টি অন্যদের জানান। খবর পেয়ে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি অপারেশন প্রজিৎ কুমার দাশ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোজা ছিল।
মুক্ত প্রভাত/রাশিদুল