নরসিংদীতে নৌকা ডুবে তিন জনের মৃত্যু
মুক্ত অনলাইন ডেস্ক
নৌকা ডুবে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন ভাই বোন রয়েছে। নরসিংদীর বেলাব উপজেলার উপজেলার ইব্রাহিমপুরের ব্রহ্মপুত্র নদে শনিবার দুপুরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলাব উপজেলার জংগুয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার (১৬), ভৈরবের বাঁশগাড়ী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সামিয়া আক্তার (৮) ও ছেলে তামিম মিয়া (৬)।
স্থানীয়রা জানান, বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যায় ভৈরবের বাঁশগাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মেয়ে। পরে সেখান থেকে আরও ছয়জন আত্মীয়সহ পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে একটি কোষা নৌকায় ঘুরতে বের হন তারা।
এ সময় কোষা নৌকাটি ডুবে গেলে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও দুই শিশুসহ তিনজন অথৈই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল করিম তাদের মৃত ঘোষণা করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুক্ত প্রভাত/রাশিদুলি