২৪ হাজার ইবায়সহ দুইজন আটক
মুক্ত অনলাইন ডেস্ক
২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবপুর থানা পুলিশ। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৭২ লক্ষ টাকা। শুক্রবার দিবাগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা হতে এই ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটককৃত ইয়াবা সরবারহকারীরা হলেন- শিবপুর থানার আশ্রাফপুর (গীর্জাপাড়া) গ্রামের শাহজাহান শেখ এর ছেলে স্বপন শেখ (৩০) ও একই উপজেলার পূর্বপাড়া এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫)। ইয়াবা চালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছেন, আশরাফপুর এলাকার ট্রাকের মালিক জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইয়ার কথামতো তারা এই ইয়াবার চালান নিয়ে আসে। ২৪ হাজার পিস ইয়াবা আটকের ঘটনায় স্বপন শেখ, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইয়াকে আসামি করে শিপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল