আফগানদের সামনে ২৫০ রানের লক্ষ্য
স্পোর্টস রিপোর্টার
মাহমুদুল্লাহ ইমরুল কায়েসে ভর করে আফগানদের ২৫০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ইমরুল কায়েসের জোড়া হাফসেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ২৪৯ রান করেছে বাংলাদেশ। মাত্র ৮৭ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে একটি সম্মানজনক স্কোর গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। রিয়াদ আউট হলেও অপরাজিত ছিলেন ইমরুল।
এর আগে মুশফিকের রান আউটে ৫ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। দলীয় ৮৭ রানে তিনি আউট হন। এর আগে লিটন মুশফিক লড়াইটা ভালই করছিলেন। রশিদ খানের বলে দলীয় ৮১ রানে ব্যাক্তিগত ৪১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। এরই মধ্যে মাঠে নামনেল সাকিব আল হাসান। তিনিও দায়িত্বহীন হয়ে পড়লেন। অপ্রেয়োজনীয় রান নিতে গিয়ে আউট হলেন। দলীয় সংগ্রহ এখন ৮২ রান ১৯.৫ ওভারে।
মুক্ত প্রভাত/রাশিদুল