মিয়ানমারের ওপর হস্তক্ষেপের অধিকার নেই জাতিসংঘের- বার্মী সেনা প্রধান

0
মুক্ত অনলাইন ডেস্ক
রোহিঙ্গা নিপীড়নে গণহত্যা চালানোর প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘ। সেই প্রতিক্রিয়ায় মিয়ানমারের ওপর হস্তক্ষেপের কোন অধিকার জাতিসংঘের নেই এমন মন্তব্য করলেন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্ণেইং।
রাখাইনে ধর্ষণ ও গণহত্যা চালানোর বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালানোর সুপারিশ করার পর এই প্রথম প্রতিক্রিয়া জানালো বর্মী সেনাবাহিনী।
সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী মালিকানাধীন পত্রিকা মিয়াওয়াডি ডেইলি জানায়, মিয়ানমার সেনাপ্রধান বলেছেন, কোন গ্রুপই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার রাখে না।
জাতিসংঘের বিশেষজ্ঞরা গণহত্যার প্রমাণ পেয়েছে দাবি করার পর এ বিষয়ে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। সূত্র ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.