বাগাতিপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন

0

মিলটন আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া প্রেসক্লাবের দি-বার্ষিক মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক দিনকাল বাগাতিপাড়া প্রতিনিধি অধ্যক্ষ সাজেদুর রহমান এবং সেক্রেটারী দৈনিক আমার সংবাদ ও দৈনিক উত্তরকন্ঠ বাগাতিপাড়া প্রতিনিধি এস.এম আল আফতাব খান সুইট।

বুধবার দুপুর বারোটার দিকে বাগাতিপাড়া প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের উপদেষ্টা সহ সকল সদস্যগণের উপস্থিতিতে পনেরো সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আরিফুল ইসলাম তপু (দৈনিক ইত্তেফাক, সানশাইন) ও আব্দুল মতিন (দৈনিক নওরোজ), সহ সেক্রেটারী আনোয়ার হোসেন অপু (এশিয়ান বার্তা), সাংগাঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সরকার (দৈনিক উত্তরকন্ঠ পৌর প্রতিনিধি), দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী (সাপ্তাহিক পদ্মা প্রবাহ), প্রচার সম্পাদক মিলটন আলী (দৈনিক মুক্ত প্রভাত)।

সম্মানিত সদস্য পায়েল হোসেন রেন্টু (দৈনিক ভোরের কাগজ), মিজানুর রহমান পিপুল (অনাবিল.কম), ইমদাদুল হক মিলন (সাপ্তাহিক লালপুর বার্তা), নূরজাহান পারভীন (সাপ্তাহিক নাটোর বার্তা), সজল আলী (সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র), আব্দুল হাকিম মাহবুব (দৈনিক সকালের সময়), আরিফুল হক রুবেল (রাজশাহী সময়, ক্রাইম ফাইল২৪.কম, রাজশাহী নিউজ ২৪.কম)।

কমিটিতে উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন, প্রেসক্লাব’র সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, আব্দুল মজিদ ও রফিকুল ইসলাম রোজ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.