লিটন দাস ফিরলেন বোল্ড হয়ে- তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
দলে ডাক সৌম্য হতাশ করে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন দলীয় ৫ রানে। ৫ বলে শূণ্য করা সৌম্যের আউটের পর মমিনুলও হতাশ করলেন। তিনি ৪ বলে ৫ রান করে বোল্ট হয়ে ফিরলেন সাজঘরে। তাদের সঙ্গী হলেন লিটন দাস। দলীয় ১২ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছে বাংলাদেশ।
ইনজুরির কারণে দলে নেই শাকিব আলা হাসান। দলে রয়েছে আরো তিন পরিবর্তন।পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। তার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে মুমিনুল হক সৌরভকে।
দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। একাদশে জায়গা হয়েছে মুমিনুল হকে। সৌম্য সরকার ও রুবেল হোসেন আছেন। দলে নেই কোনো বাঁহাতি স্পিনার।
মুক্ত প্রভাত/রাশিদুল