কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল †খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আইন বিভাগকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় পরিসংখ্যান বিভাগ।

এর আগে অনুষ্ঠিতব্য সবগুলো খেলায় দারুণ নৈপূণ্যতার সাথে জয় লাভ করে ফাইনালে আসে পরিসংখ্যান ও আইন বিভাগ। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের মং চিং মারমা।

তাছাড়া গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অর্থনীতি বিভাগকে হারিয়ে ৩য় স্থান অর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। টুর্নামেন্টের প্রতিটি খেলায় দারুণ নৈপূণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জয়নাল উদ্দীন।

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ বিজয়ীদের মঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. শামিমুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.