লড়ছেন মুশফিক-মিথুন

0
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের যখন তিন উইকেট হারিয়েছে। দলীয়  সংগ্রহ তখন ১২ রান। সৌম্য, মুমিনুলের পর দলকে হতাশ করে ফিরলেন লিন দাসও। তবে উইকেটের খাতায় আর নতুন কোন ব্যাটসম্যানকে যোগ হতে দিলেননা মুশফিকুর রহমান ও মিঠুন। তাদের ওপর ভর করে বাংলাদেশের সংগ্রহ সংবাদ লেখা পর্যন্ত ২৬ ওভারে ১১৬ রান এরমধ্যে মুশফিকুরের সংগ্রহ ৭৩ বলে ৬১ আর মিথুনের ৫৯ বলে ৪৪ রান।
দলে ডাক সৌম্য হতাশ করে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন দলীয় ৫ রানে। ৫ বলে শূণ্য করা সৌম্যের আউটের পর মমিনুলও হতাশ করলেন। তিনি ৪ বলে ৫ রান করে বোল্ট হয়ে ফিরলেন সাজঘরে। তাদের সঙ্গী হলেন লিটন দাস। দলীয় ১২ রানে তিন  উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে বাংলাদেশ। সেই চাপ কাটিয়ে ব্যাট করছেন এই দুই ব্যাটসম্যান
 
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.