পাকিস্তানের দুর্গে বাংলাদেশের জোড়া আঘাত
স্পোর্টস রিপোর্টার
মুশফিকুর- মিথুনের গড়ে দেওয়া ২৪০ রানের টার্গেগেটে ব্যাট করতে নেমে মেহেদি মিরাজের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। পরের ওভারে মুস্তাফিজের দ্বিতীয় বলে ফিরেন আরেক ব্যাটসসম্যান। ১ ওভার ২ বলে দলীয় ৩ রানে পাকিস্তানের পরেছে দুই উইকেট।
মুক্ত প্রভাত/রাশিদুল