ঝিনাইদহে আটক জামায়াতকর্মীসহ ১০৩

0
মুক্ত অনলাইন ডেস্ক
পুলিশের বিশেষ অভিযানে ১১ জামায়াত কর্মীসহ ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইদহে বুধবার রাত থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান,  জেলাব্যাপী নাশকতা প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলা থেকে ৪০ জন, শৈলকুপা উপজেলা থেকে ১৬ জন, হরিণাকুণ্ডু উপজেলা থেকে ৭ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৮ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৪ জামায়াত কর্মীসহ  ১০ জন ও মহেশপুর উপজেলা থেকে ৭ জামায়াত কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও অন্যান্য মামলা আছে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.