বেড়াতে এসে দুই বন্ধু খুন

0

মুক্ত অনলাইন ডেস্ক

নীলফামারীর দুই বন্ধু খুন হয়েছেন। নিহতদের মধ্যে একজনের গলাকাটা এবং আরেকজনের মরদেহ রশিতে ঝুলানো ছিল। দুই বন্ধুর বাড়িই নীলফামারীর ডোমারে। নিহত দুই জন হলেন- এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) ও কামানিয়া গ্রামের দিলু মিয়ার মজনু (৩০)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে এসে সোনারগাঁওয়ের কাঁচপুরের কাজীপাড়া এলাকার একটি মেস থেকে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বেড়াতে এসে রাতের কোনো এক সময় দু’জনের মধ্যে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনারুলকে হত্যার পর আনুশোচনা থেকে নিজেই আত্মহত্যা করেন মজনু। তারপরও বিষয়টি খতিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই বাড়ির মালিক হাসিনা বেগম ও নিহতদের আত্মীয় বাদশা মিয়া।

 মুক্ত প্রভাত/রাশিদুল 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.