সাঘাটায় সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

0

মোস্তাফিজুর রহমান ফিলিপস, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতন করে করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম পি বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জোটের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সততা ষ্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

প্রধান শিক্ষক সুলতান ফারুক লিপটনের সভাপতিত্বে  অনুষ্ঠিত অনষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, একটি সৎ, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে এই প্রজন্মের শিক্ষার্থীদের মানসিকভাবে তৈরি করতে হবে। তাদের মধ্যে সততার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে দুর্নীতি বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।

‘সততা স্টোর’ সততা চর্চার একটি প্লাটফর্ম। এটি একটি প্রতীক। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতায় উদ্বুদ্ধ করার মহান উদ্যোগ। সৎ মানুষ তৈরির মিশন। ‘সততা স্টোর’-এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো- বিবেক জাগ্রত করার শিক্ষা। সৎভাবে চলার অনুশীলন কেন্দ্র। দৃশ্যতঃ এখানে বিক্রেতা নেই। এই দোকানের প্রকৃত বিক্রেতা হলো- বিবেক, নৈতিকতা, সততা, চরিত্র, মনুষ্যত্ব ও সর্বোপরি সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়ি আরোহণ।

প্রধান শিক্ষক খন্দকার সুলতান ফারুক লিপট বলেন, মূলত শিক্ষার্থীদের মাঝে সততার চর্চার উদ্দেশ্যেই দোকানটি করা হয়েছে। এটিকে সততার ব্যবহারিক শ্রেণিকক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে ওই বিপণি থেকে তাদের প্রয়োজনীয় যেকোনো পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা। দোকানের চারপাশের তাকে সাজানো আছে কলম, পেনসিল, খাতা, রাবারসহ বিভিন্ন রকমের শিক্ষাসামগ্রী। দোকানের একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই। তবু সবাই সততার পরীক্ষায় পাস করতে পারে কি না, তাই দেখার পালা।

এ সময় উপস্থিত ছিলেন , সাঘাটা  উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ ,সাঘাটা থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমান ,সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাভাপতি নওয়াব আলী প্রধান , কামরুল ইসলাম নিয়াজ কাদেরী সাধারন সম্পাদক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটিসহ শিক্ষক শিক্ষিকা ছাত্রী প্রমুখ।

উল্লেখ্য বিতরন অনুষ্ঠান শেষে উল্ল্যা বালিকা উচ্চ বিদ্যায়ের চারপাশে ফলদ বৃক্ষ রোপন কারেন ডেপুটি স্পিকার ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.