গুরুদাসপুরে যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের গুরুদাসপুরে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি দিল মোহাম্মাদের (৫০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। এঘটনায় চারজন ও অজ্ঞাতনামা আরো তিনজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গুরুত্বর আহত সাংবাদিক দিল মোহাম্মদ।
অভিযুক্তরা হলেন, সামছুল প্রামনিক (৩২), নয়ন হোসেন (২৫), শিবলু হোসেন (২৭) ও রাকিব হোসেন (২৫)।
আহত সাংবাদিক দিল মোহাম্মদ জানান, বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে থানার অদূরে দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় তার ক্যামেরা ও ল্যাপটপ ভেঙ্গে দিয়ে সংরক্ষিত গোপন তথ্য নষ্ট করে ওই সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা মুর্মুষাবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রবিউল করিম জানান, সাংবাদিক দিলমোহাম্মদের বাম চোখের পাশে কেটে গেছে। শরীর জুড়ে আঘাতের ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে। তবে তিনি শঙ্কামুক্ত নন।
মামলার নথি ও গুরুদাসপুর থানা পুলিশ সুত্রে জানাযায়, পেশাগত দায়িত্ব পালন শেষে দিলমোহাম্মদ মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। থানা থেকে প্রায় ৫০০গজ দুরে পৌরসভা সড়কের প্রকৌশলী আব্দুল মান্নানের বাড়ির কাছে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ৫-৬জন দুবৃর্ত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করেন। কোন কিছু বুঝে ওঠার আগেই দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় সাংবাদিক দিলমোহাম্মদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। এসময় তার কাছে থাকা ল্যাপটপ,ক্যামেরা ও নগদ ২ লাখ ছিনিয়ে নেয় ওই সন্ত্রাসীরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, সাংবাদিক দিল মোহাম্মদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সাংবাদিক দিল মোহাম্মদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার বিচার ও অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর থানা-শাপলা চত্বরে ওই মানবন্ধনে সভাপতিত্ব করেন চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম আলী আক্কাছ। এসময় উপস্থিত ছিলেন, আজকালের খবরের আতহার হোসেন, প্রথম আলোর আনিসুর রহমান, ভোরের কাগজের প্রভাষক মাজেম আলী, যুগান্তরের বড়াইগ্রাম প্রতিনিধি অহিদুল হক, গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক সাজেদুর রহমান, ইত্তেফাকের রাশিদুল ইসলাম, মানবকন্ঠের জালাল উদ্দিন, মোহনা টেলিভিশনের মিজানুর রহমান, করতোয়ার নাজমুল হাসান প্রমুখ।
মুক্ত প্রভাত/রাশিদুল