আজ শেষ কুবির ভর্তি পরিক্ষার আবেদনের সময়

0

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ। এর আগ গত ১ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টা থেকে অনলাইন আবদন প্রক্রিয়া শুরু হয় ৩০ সপ্টম্বর (রবিবার) রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়।
গতকাল পর্যন্ত মােট আবেদন হয়েছে প্রায় ৫৬ হাজার। তবে এবারের ভর্তি আবেদনের সময় বাড়ানাে হবেনা।

রবিবার (৩০ সপ্টম্বর) সকালে ভর্তি পরিক্ষার কেদ্রীয় কমিটির আইটি শাখার প্রধান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান রাজু এ তথ্য নিশ্চিত করেন।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (www.cou.ac.bd) জানা যাবে। এছাড়া হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরিক্ষা সংক্রান্ত সব ধরণর তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্বাতক (সম্মান) ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ নভেম্বর।
 

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.