বাগাতিপাড়ায় ভ্যান চালকের লাশ উদ্ধার

0

মিলটন আলী,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া থেকে হাত-পা বাধা অবস্থায় প্রান্ত আহমেদ নামের এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সালাইনগর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রান্ত আহমেদ রাজশাহীর বাঘার বেড়েরবাড়ী গ্রামের জিয়া আহমেদের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) স্বপন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক জানান, প্রান্ত আহমেদ পেশায় একজন ব্যাটারী চালিত ভ্যান চালক। গতকাল শনিবার সন্ধ্যার দিকে রাজশাহীর বাঘা থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। কিন্তু রাতে আর প্রান্ত বাড়ীতে ফিরেনি। পরিবারের সদস্যরা রাতে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পায়নি। রবিবার সকালে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের রাস্তার ধারে হাত-বাধা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি প্রান্ত আহমেদের বলে সনাক্ত করেন। তবে তার ব্যাটারি চালিত ভ্যানটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ভ্যানটি ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.