বান্দরবানে চ্যানেল আই এর ২০তম প্রতিষ্ঠা বাষির্কী পালন
সোহেল কান্তি নাথ, বান্দরবান,
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম কেক কেটে চ্যানেল আই’র জন্মদিন উদযাপন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মুক্ত প্রভাত/রাশিদুল