নাইক্ষ্যংছড়ি শিক্ষা অফিসার আবু আহমদ ষ্ট্যান্ড রিলিজ

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান, 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বির্তকিত প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদকে অবশেষে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। কী কারণে তার বিরুদ্ধে এমন বদলির নির্দেশ দেয়া হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

তবে একটি সূত্র জানিয়েছে, অহেতুক শিক্ষক হয়রানি, দূর্নীতি, ক্ষমতার দাপট ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ওই সরকারি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইতিপূর্বে তাঁর অভিযোগ নিয়ে একাধিকবার বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখিও হয়েছে। আগামী ৮ অক্টোবর তাঁকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদানের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) নার্গিস সাজেদা সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞানে উল্লেখ করা হয়েছে নির্ধারিত তারিখের মধ্যে বদলিকৃত কর্মকর্তা কর্মস্থলে যোগদান না করলে ৯ অক্টোবর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।

অপরদিকে এ বদলির খবর শুনে নাইক্ষ্যংছড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বেশ ক’জন শিক্ষক (নাম প্রকাশে ইনিচ্ছুক) জানিয়েছেন, আবু আহমদ নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতার দাপটে শিক্ষকদের বদলি হয়রানি ছাড়াও স্বেচ্ছাচারিতা ও নিয়ম বহির্ভূতভাবে অহেতুক বিভিন্ন শিক্ষককে হয়রানি করতেন।

হয়রানির ভয়ে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে সাহস পাননি। শিক্ষা অফিসার আবু আহমদ বদলি আদেশ ঠেকাতে তৎপর রয়েছে বলেও অভিযোগ করেন একাধিক শিক্ষক।

এ প্রসঙ্গে জানতে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভভ হয়নি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.