বিপন্ন মানবতা রক্ষার দায়িত্ব নিয়েছিলেন মহাত্না গান্ধী- নোবিপ্রবি উপাচার্য
ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি
‘অহিংস নীতি’র প্রবক্তা মোহনদাস করমচাঁদ গান্ধী বিপন্ন মানবতাকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন বলে উল্লেখ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
উপাচার্য বলেন, পৃথিবীতে বর্ণ বৈষম্য নিরসনে নিরলস কাজ করে গেছেন গান্ধীজী। একজন তরুণ ব্যারিস্টার হয়েও পরবর্তীতে নিরন্ন-নিপীড়িত মানুষ,অসহায় মানুষের পশে দাঁড়িয়েছেন তিনি।
মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন ও আন্তজার্তিক অহিংসা দিবস-২০১৮ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট প্রাঙ্গনে আয়োজিত সভার মুখ্য বক্তা হিসেবে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। আজ মঙ্গলবার “বর্তমান বৈশিক প্রেক্ষাপটে গান্ধীজির দর্শনের প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ট্রাস্ট কর্তৃপক্ষ।
এদিন সকালে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে গান্ধী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয়পর্বে অতিথিবৃন্দের আসন গ্রহণ, উত্তরীয় পরিধান ও ব্যাগ প্রদান করা হয়।
এরপর শুরু হয় আলোচনা সভা। সভায় স্বাগত বক্তব্য দেন গান্ধী আশ্রম ট্রাস্ট নোয়াখালীর পরিচালক ঝর্ণাধারা চৌধুরি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকার।
গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত ট্রাস্টি ও নোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব তন্ময় দাস এর সভাপতিত্বে সভায় মুখ্য বক্তা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, জনাব অনিন্দ ব্যানার্জী সহকারী হাই কমিশনার, ভারতীয় হাই কমিশন। নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, সোনাইমুড়ী উপজেলা অফিসার টিনা পাল, ভারতীয় ডেলিগেট জনাব চন্দন পাল, গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত ট্রাস্টি অ্যাডভোকেট কাজী মানছুরুল হক, সিভিল সোসাইটির পক্ষে আবদুল আউয়াল, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দুপুর ১২ টায় নোবিপ্রবি মাননীয় উপচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান অতিথীবৃন্দসহ ট্রাস্ট প্রাঙ্গনে স্থাপিত বাংলাদেশের সবচেয়ে বড় গান্ধী ভাস্কর্যের শুভ উন্মোচন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে উপাচার্য নিজে, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন কর্তৃক গান্ধীজীর ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম, জনাব অনিন্দ ব্যানার্জী সহকারী হাই কমিশনার, নোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব তন্ময় দাস, নোবিপ্রবি ভাষা শহীদ আবদুস সালাম হলের
প্রভোস্ট ড. আতিকুর রহমান ভূঞা, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা এবং অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে নোবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর স্মৃতিতে কলকাতা-নোয়াখালী; ‘শান্তি-সম্প্রীতি-মৈত্রী যাত্রা’ সংগঠনের ১৯ জনের একটি প্রতিনিধি দল ভারত থেকে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টে আসেন। মঙ্গলবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ ৬০ জনের একটি প্রতিনিধি দল ট্রাস্ট আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশ নেন।
মুক্ত প্রভাত/রাশিদুল