বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
মুক্ত অনলাইন ডেস্ক
আজ বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলণে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানসহ তার সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের অর্জন ও সফলতা তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
সম্মেলনে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করা হতে পারে প্রধানমন্ত্রীকে। নির্বাচনকালীন সরকার গঠন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বড় বড় ইস্যু রয়েছে। এসব কারনেই প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে।
মুক্ত প্রভাত/রাশিদুল