পম্পেও যাবেন উত্তর করিয়ায়- কিমের সঙ্গে বৈঠক
মুক্ত অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে আলোচনা করতে রবিবার দেশটিতে সফর করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণ কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, উত্তর কোরিয়ার পাশাপাশি পম্পেও জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনও সফর করবেন। অক্টোবরের ৬ থেকে ৮ তারিখের মধ্যে দেশগুলোতে যাবেন পম্পেও। -দ্য গার্ডিয়ান ও ইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল