১৯ যাত্রী প্রাণে বাঁচলেও শিশুর মৃত্যু- নৌকাডুবি
মুক্ত অনলাইন ডেস্ক
নৌকাডুবিতে নাইম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাইম নারায়ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বত্রিরশিয়া গ্রামের মেসের আলীর ছেলে।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন হোদা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ৭নং বাঁধ থেকে ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া নৌকাটি ধুলাউড়ি ঘাটের নিকট পৌঁছুলে নদীর পাড় ধসে নৌকাটির উপর পড়লে নৌকাডুবির ঘটনা ঘটে।
এ সময় ১৯ জন যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহযোগিতায় বেঁচে গেলেও ৩ বছরের শিশু নাইম নিখোঁজ হয়। বুধবার বেলা ১১টায় সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকা থেকে শিশু নাইমের লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন গৌড় বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু নাইমের পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল