বিএনপি’র কর্মসূচিতে পুলিশের বাধা
মুক্ত অনলাইন ডেস্ক
‘চলো যাই যুদ্ধে দেশ মাতার মুক্তির লক্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় লাঠিচার্জে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়।
বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে এ ঘটনা ঘটে।
বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ কর্মীদের ওপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, ছাত্রদলের সভাপতি কায়েসসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ শেষে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বক্তব্য রাখেন ও কর্মসূচির অংশ হিসেবে পরে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলীপি প্রদান করা হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল