বান্দরবানে জেলা প্রশাসকের কাছে বিএনপি’র স্মারকলিপি

0

সোহেল কান্তি নাথ, বান্দরবান,

আসন্ন্ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারে অধীনে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ট করার জন্য বান্দরবান বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার ভেলা ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক মহিলা সাংসদ মাম্যাচিং এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রাজার নেতৃত্বে বিএনপির একটি দল জেলা প্রশাসক মো: দাউদুল ইসলামের সাথে সাক্ষাৎ করে এই স্মারলিপি প্রদান করেন।

এসময় বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ বাতিল করা, সরকারের পদত্যাগ ও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্টা করাসহ সর্বমোট ৭টি দাবী সম্বলিত স্মারকলিপির মাধ্যমে জানানো হয়।

এসময় বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, বিএনপি নেতা আবিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: সরোয়ার, যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দাবিতে বিএনপির অন্য একটি অংশ বেলা ১২টায় জেলা প্রশাসকের সাথে দেখা করে আরো একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা ও একই দাবী জানান। এসময় বিএনপির নিবাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী,বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গনি, সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও আবদুল মাবুদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.