ফাঁদে ফেলে কিশোরিকে গণধর্ষণ- ১জন গ্রেফতার
মুক্ত অনলাইন ডেস্ক
প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণেরে অভিযাগ উঠেছে। ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীর বাড়ি বাগমারা উপজেলায়। সে দুর্গাপুরের নানীর বাড়ি থেকে লেখা-পড়া করত। কলেজে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। পরে ঢাকার সাভারে আটকে রেখে গণধর্ষণ করা হয়।
বিষয়টি নিশ্চত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাইমুল হাসান জানান, ঢাকার সভার থেকে ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় লিটন নামের একজনকে আটক করেছে পুলিশ।
তিনি আরো বলেন, ওই কিশোরীর দাবি; তাকে গণধর্ষণ করা হয়েছে। তার মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই মামলায় তিনজকে আসামি করা হয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে।
মেয়ের চাচা আশরাফুল ইসলাম বলেন, চলতি বছরের গত ২৪ আগস্ট কলেজ যাওয়ার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর সে ৩৫ দিন নিখোঁজ ছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
তিনি আর বলেন, ভাতিজিকে রাজধানী ঢাকার সাভারের যে রুমে রাখা হয়েছিল সেটি অন্ধকার। সেখানে কোন লাইটের ব্যবস্থাও ছিলো না। ওই রুমে আরো তিনজন কিশোরীকে আটকে রাখা হয়। সেখানে তাকে কয়েকজন মিলে গণধর্ষণ করে।
মুক্ত প্রভাত/রাশিদুল