জঙ্গি সন্দেহে গ্রেফতার তিন- ঝিনাইদহে পুলিশের অভিযান

0

মুক্ত অনলাইন ডেস্ক

জঙ্গি সন্দেহে নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধকার রাতে ঝিনাইদহ শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনার সংবাদের পেয়ে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়।

এ সময় পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার চড়কডাঙ্গা গ্রামের আবু সাঈদ আনসারী (২৩), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের শেখ আব্দুস সালামের মেয়ে উর্মি খাতুন (২১) ও তামিনগর গ্রামের সমেজ উদ্দিন শিকদারের ছেলে হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আবু সাঈদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে উর্মি খাতুনের সম্পর্ক হয়। তারা এক সঙ্গে থাকতেন।

সূত্র জানিয়েছে,  বিভিন্ন স্থানে ও প্রশাসনের উপর হামলা করার জন্য সেখানে তারা জড়ো হয়েছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি হাতবোমা ও বেশ কিছু জিহাদি বই। তাদের বিরদ্ধে নাশকতার মামলা দেয়া হয়েছে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, আবু সাঈদের ফেসবুক আইডিতে  দেখা যায়- সরকারবিরোধী উস্কানিমূলক কথা। যারা শেয়ার করেছে তারাও উগ্র কথাবার্তা দিয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার পর সঠিক তথ্য পাওয়া যাবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.