কুবিতে প্রতিবর্তনের ৫ম বর্ষপূর্তি পালন
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের ৫ম বর্ষপূর্তি ও নবীন বরন পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সামনে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।
এসময় প্রতিবর্তনের সভাপতি ওয়াসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আওয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, প্রতিবর্তনের সাধারণ সম্পাদকসহ প্রতিবর্তনের সদস্যরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী।
উল্লেখ্য সন্ধ্যায় বর্ষপূর্তি ও নবীনবরণ উপলক্ষে প্রতিবর্তনের উদ্যোগে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। সাংস্কৃতিক আনুষ্ঠানে প্রতিবর্তন ছাড়াও থিয়েটার, অনুপ্রাস কন্ঠ চর্চা কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন অংশ নিবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে রেডিও,কুবি।
মুক্ত প্রভাত/রাশিদুল